1. [email protected] : Vice_Principal :
  2. [email protected] : Wins School : Wins School

অধ্যক্ষ এর বাণী

আমার কথা

 

অভিনন্দন, প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ী
আসসালামু আলাইকুম/ আদাব ও শুভেচ্ছা
উত্তরজনপদের একটি গুরুত্বপূর্ণ শহর রংপুর। শিক্ষা বিস্তারে প্রয়োজন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। প্রয়োজন আবাসিক সুবিধা সম্পন্ন পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। সে বিচারে বর্তমানে রংপুর মহানগরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। সরকারী ও স্বায়ত্বশাসিত হাতেগোনা ২/৩টা শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত। কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নেই শিক্ষার ন্যুনতম পরিবেশ, পর্যাপ্ত সুযোগ সুবিধা। নেই আধুনিক শিক্ষা উপকরণের সাথে উপযুক্ত শিক্ষক ও শিখন পদ্ধতি। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও উত্তরবঙ্গের মেধাবী সন্তানরা প্রতিযোগীতার চরম বৈতরণী পেরুতে পারছে না। আমরা বিশ্বাস করি উপযুক্ত পরিবেশ, সঠিক শিখন পদ্ধতি ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের তত্ত্বাবধানে যে কোন অর্থনৈতিক পরিবারের সন্তানকে আগামী বিশ্বের যে কোন প্রতিযোগীতা মোকাবেলা করার উপযুক্ত করে গড়ে তোলা সম্ভব। শুধু পুঁথিগত বিদ্যা নয়, বৈশ্বিক চাহিদানুসারে সহশিক্ষা ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে শিক্ষা প্রদানের একটি অদ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে উইন্স স্কুল অ্যান্ড কলেজ-কে গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর।

উইন্স -এর বিশেষত্ব
১.    স্বঅর্থায়নে এবং সম্পূর্ণ ক্যাম্পাস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত
২.    বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব, পর্যাপ্ত বইয়ের সমৃদ্ধ গ্রন্থাগার
৩.    নামাজের জন্য নিজস্ব মসজিদ, বয়সভিত্তিক খেলার উপকরণসহ খেলাধুলার মাঠ
৪.    ডিজিটাল ক্লাস রুম, সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, ওয়াই ফাই জোন।
৫.    আধুনিক শিক্ষা উপকরণ ও নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার।
৬.    দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানে বিশেষ ক্লাস
৭.    সুস্থ্য শরীর ও মনের পরিচর্যায় শারীরীক শিক্ষা ও নৈতিক শিক্ষার জন্য বিশেষ ক্লাস
৮.    পরীক্ষাভীতি দূর করতে মডেল প্রশ্নের মাধ্যমে পরীক্ষা ও উত্তরপত্রে স্কয়ার স্কেল ব্যবহারে নিয়মিত প্রশিক্ষণ
৯.    সর্বাধুনিক ডিজিটাল কনটেন্ট দিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রয়োজনীয় ক্লাস পরিচালিত হয়
১০.    আর্ন্তজাতিক শিক্ষক শিক্ষার্থী অনুপাত অনুসরণ করে শ্রেণি শাখা বিন্যাস করা হয়েছে।
১১.    নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য প্রাপ্তির সুযোগ
১২.    ওয়ান-টু-ওয়ান পদ্ধতিতে শিক্ষার্থীদের সমস্যা ও অগ্রগতি সম্পর্কে অভিভাবকের সাথে সরাসরি এবং টেলি কনফারেন্স সুবিধা
১৩.    কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয়না এবং নিয়মিত উপস্থিতির জন্য বিশেষ উৎসাহ পুরষ্কার
১৪.    গবীর অথচ মেধাবী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে এবং ভাল ফলাফলের জন্য সর্বোচ্চ ‘স্টুডেন্ট অব দা ইয়ার’ পুরষ্কার
১৫.    সহ শিক্ষা কার্যক্রমের আওতায় অংকন, হাতের কাজ, অভিনয়, নৃত্য-গীত বিষয়ে কৃতিত্বের জন্য বিশেষ উৎসাহ পুরষ্কার
১৬.    নূরানী কুরআন শিক্ষা, সুন্দর হাতের লেখা, স্পোকেন ইংলিশ, কম্পিউটার চালনা ও আউটসোর্সিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ
১৭.    দেশে-বিদেশে শিক্ষা সফরের সুযোগ ও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক বিনামূল্যে তথ্যসেবা ও স্কলারশিপ প্রদান
১৮.    জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহনে সহায়তা প্রদান
১৯.    আবাসিক/অনাবাসিক ও ডে কেয়ার সুবিধা
২০.    ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল, নিজস্ব ক্যান্টিন থেকে খাবার সরবরাহ, বিশুদ্ধ পানির ব্যবস্থা
২১.    প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ
২২.    নিরাপদ মনোরম শিক্ষাপরিবেশ, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় সিসি ক্যামেরা দ্বারা মনিটর ও শিক্ষক পর্যবেক্ষণ
২৩.    দৃষ্টিনন্দন ক্যাম্পাস, সাইকেল পার্কিং ও অভিভাবকদের জন্য বিশ্রামকক্ষ।