উইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এ ২০২৫ শিক্ষাবর্ষে নতুন বই বিতরন ও পাঠদানের শুভ উদ্বোধন অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে প্রফুল্ল মনে শিক্ষার্থীরা যেন ক্লাসে আসে সেই লক্ষ্যে চ্যালেন্জ টু চেঞ্জ স্লোগান নিয়ে উইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একঝাঁক তরুণ মেধাবী দক্ষ শিক্ষক মন্ডলি নিয়ে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় মানবিক মানুষ তৈরির প্রত্যয়ে অদ্য ৮ই জানুয়ারি ২০২৫ ইং শিক্ষা বর্ষে উইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরে সকাল দশটায় সমাবেশ অনুষ্ঠান, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ শপথ বাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠদানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্ঠা শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব লায়ন মো.মানিক হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জনাব মাহফুজার রহমান, ইনচার্জ জনাব মো. নুরুল হুদা উপস্থাপক মনিরুজ্জামান সহ বিভিন্ন বিষয়ের প্রভাষক ও শিক্ষক বৃন্দ। এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষা পদ্ধতি শেখানোর কলা কৌশল ইউনিক পাঠ সম্পর্কে বক্তব্য পেশ করে প্রধান অতিথি বলেন- “সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী মানবিক, হৃদয়বান ও যুগোপযোগী আলোকিত মানুষ হবে “। এর আগে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন অধ্যক্ষ জনাব লায়ন মো. মানিক হোসেন এসময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক গণ সতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।