1. [email protected] : Vice_Principal :
  2. [email protected] : Wins School : Wins School

উপাধ্যক্ষ এর বাণী

সম্মানিত শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা নিরন্তর। শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বিশ্বায়নের এ যুগে গতানুগতিক শিক্ষার চাহিদা ফুরিয়ে আসছে। কিন্তু সুশিক্ষা বিস্তারের প্রয়োজন মেটাতে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব প্রকট। আমরা পাঠ্যবইয়ের মুখস্ত বিদ্যার ক্ষতিকারক দিকটি জানতে পেরেছি। ফলে সৃজনশীল শিক্ষা ব্যবস্থার প্রচার ঘটছে। আবার ভাষাগত দক্ষতার অভাবে অনেকেই থেকে যাচ্ছে আলোকিত পাদপীঠের পশ্চাতে। কেউ আবার পাশ্চাত্যের চাকচিক্যে হারিয়ে ফেলছে স্বদেশ চেতনা, সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনের চর্চা। এমনই এক অস্থির সময়ে নারী শিক্ষার বিস্তারসহ আগামী প্রজন্মকে মাতৃস্নেহে সার্বিক দায়িত্ব নিয়ে গড়ে তুলতেই-একটি অনন্য অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আমরা আত্মনিয়োগ করেছি। এখন প্রয়োজন সর্বস্তরের মানুষের আন্তরিক মূল্যায়ন। আমরা বিশ্বাস করি আপনাদের স্বতঃফূর্ত অংশগ্রহন একটি বিশাল কর্মযজ্ঞকে তার অভীষ্ঠ লক্ষে পৌঁছে দেবেই। সবার পরামর্শ ও সহযোগিতায় অতি অল্প সময়ে রংপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেশেই শুধু নয়, সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান রূপে পরিচিত করাবে-ইনশাল্লাহ্।