০১. ব্যক্তিগত ফাইলঃ ভর্তিকৃত শিক্ষার্থীর ফাইলে তার বায়োডাটা, ছবি, সকল সনদের ফটোকপি, ঠিকানা, ফোন নম্বর, ক্লাশে উপস্থিতির শতকরা হার এবং লেখা-পড়ার অগ্রগতির তথ্য ইত্যাদি কলেজের একজন তত্ত্বাবধায়ক দ্বারা এগুলো সংরক্ষণ করা হয়।
০২. কলেজের ইউনিফর্ম ও আইডি কার্ডঃ কলেজ কর্তৃক নির্ধারিত পোষাক পরিধান করা ও আইডি কার্ড বহন করা বাধ্যতামূলক তাছাড়া কলেজের কোন ক্লাশ ও কলেজ থেকে কোন তথ্য সংগ্রহ করতে হলে অবশ্যই ইউনিফর্ম ও আইডি কার্ড ব্যবহার করতে হবে।
০৩. শারিরীক সুস্থ্যতা ও পরিষ্কার পরিচ্ছন্নতাঃ ভাল স্বাস্থ্যের জন্য শিক্ষার্থীরা নখ লম্বা রাখতে পারবে না। ছাত্রদের চুল ছোট করতে হবে এবং পুরাতন ও বেমানান পোষাক অবশ্যই পরিহার করতে হবে।
০৪. পরিচয় পত্রঃ শিক্ষার্থীরা অবশ্যই কলেজ কর্তৃক সরবরাহকৃত পরিচয় পত্র বহন করবে। পরিচয় পত্র হারিয়ে গেলে ১০০/- (একশত) টাকা ফি কলেজের অফিসে পরিশোধ করে নতুন পরিচয় পত্র জন্য আবেদন করতে হবে।
০৫. গাইড শিক্ষকঃ শিক্ষার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের সার্বিক সমস্যা সমাধানের জন্য প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষক সর্বদা তদারকি করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা তার নিকট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। শিক্ষার্থী ও অভিভাবকেরা সংশিষ্ট গাইড শিক্ষকের সাথে বেলা ১১ টা ৩০ মিনিট থেকে ১২.০০ টার মধ্যে সাক্ষাৎ করতে পারবে।
০৬. শ্রেণি প্রতিনিধিঃ প্রত্যেক শাখার জন্য শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন শ্রেণি প্রতিনিধি নির্বাচন করা হয়। তারা শ্রেণি কক্ষের সাবির্ক নিয়মশৃক্সখলা এবং কো-অডিনেটারের সাথেযোগাযোগ রক্ষা করে।
০৭. ডিউটি রোস্টার (তদারকি দল)ঃ ০৭ জন সদস্য নিয়ে প্রত্যেকটা ক্লাস পরিদর্শণকারী দল গঠিত হয়। তারা প্রতি কার্য দিবসের শুরুতেই কলেজের সার্বিক শৃঙ্খলা তদারকি করেন। প্রতিদিন সকাল ৮ টা ৪৫ মিনিটে-এর পূর্বেই তাদের উপস্থিতিতে কলেজের গেট খুলে দেয়া হয়।
০৮. শ্রেণি উপস্থিতিঃ শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক ৭০% এর কম উপস্থিতি হলে তাকে নন কলেজিয়েট হিসেবে গণ্য হবে এবং প্রতিদিন অনুপস্থিতির জন্য ২০টাকা জরিমানা দিতে হবে।
০৯. জরিমানাঃ মাসিক পরীক্ষা অংশগ্রহন না করলে ১০০/- (একশত) টাকা জরিমানা দিতে হবে এবং মডেল টেস্ট, অর্ধ-বার্ষিক, বার্ষিক এবং প্রি-টেষ্ট এর যে কোন একটিতে অংশগ্রহণ না করলে ২০০/- (দুইশত) টাকা জরিমানা দিতে হবে।
১০. আচরণ বিধিঃ প্রত্যেক শিক্ষার্থীকে ক্লাশ শুরুর ১০ মিনিট পূর্বে কলেজে উপস্থিত হতে হবে। বিলম্বে উপস্থিত হলে ঐদিনের জন্য ক্লাস করতে দেয়া হবে না।
আচারণ বিধির আরো কিছু উল্লেখযোগ্য দিকঃ