বিভিন্ন শ্রেণিতে ভর্তি ফি সেশন চার্জ তালিকা নিম্নরূপঃ
উচ্চ মাধ্যমিক পর্যায়ঃ(আসন সংখ্যা/ যোগ্যতা/বেতন)
একাদশ শ্রেণি (বিজ্ঞান শাখা)-৭৫ জন
আবেদনের ন্যনতম জিপিএ=২.৫
বেতন =১৩০০ টাকা
একাদশ শ্রেণি (মানবিক শাখা)-১০০ জন
আবেদনের ন্যনতম জিপিএ=২.০
বেতন =১২০০ টাকা
একাদশ শ্রেণি (ব্যবসায় শিক্ষা শাখা)-৫০ জন
আবেদনের ন্যনতম জিপিএ=২.০
বেতন =১১০০ টাকা
কলেজ অভ্যন্তরীণ ফিঃ
উচ্চ মাধ্যমিক ভর্তি= ১ম বর্ষ (সাধারণ )-৫০০০/- (পাঁচ হাজার টাকা)। এককালীন (অফেরতযোগ্য)
উচ্চ মাধ্যমিক নবায়ন=২য় বর্ষ (সাধারণ )-৩০০০/- (তিন হাজার টাকা)। এককালীন (অফেরতযোগ্য)
-এছাড়া ত্তিপ্রাপ্ত এবং বিশেষ/ধারাবাহিক ফলাফলের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০% থেকে ১০০% ছাড় প্রযোজ্য হবে। কোন অবস্থাতেই বোর্ড ফি এবং জরিমানা ছাড়ের আওতায় আসবে না। পরীক্ষার ফি, ল্যাব/লাইব্রেরি, ব্যবহারিক ফি, আইডি কার্ড, বিভিন্ন ইভেন্ট ফি প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করতে হবে।
-প্রয়োজনীয় বই, খাতা, কলম, নির্ধারিত পোশাক, শিক্ষাউপকরণ শিক্ষার্থী নিজ দায়িত্বে সংগ্রহ করবে এবং প্রতিষ্ঠান কোনভাবেই সরবরাহ করার জন্য দায়ি থাকবে না।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্রঃ
শ্রেণির পাঠ্য বিষয়সমূহঃ
(মোট পরীক্ষা ১,৩০০ নম্বর) সকল ধারা আবশ্যিক বিষয়।
১) বাংলাঃ ২০০ নম্বর।
২) ইংরেজিঃ ২০০ নম্বর।
৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ ১০০ নম্বর।
শাখা |
শাখা ভিত্তিক আবশ্যিক বিষয় |
শাখা ভিত্তিক ঐচ্ছিক বিষয় (একটি নেয়া যাবে) |
বিজ্ঞান |
৪. পদার্থবিজ্ঞান ৫. রসায়নবিজ্ঞান ৬. উচ্চতর গণিত |
জীববিজ্ঞান/কৃষিশিক্ষা/উচ্চতর গণিত |
ব্যবসায় শিক্ষা |
৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৫. হিসাববিজ্ঞান ৬. উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন/ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা |
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন/ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা |
মানবিক |
৪. ইতিহাস/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ভূগোল ৫. পৌরনীতি ও সুশাসন/অর্থনীতি ৬. সমাজবিজ্ঞান/যুক্তিবিদ্যা |
কৃষিশিক্ষা/ইসলাম শিক্ষা |