• Wins School & College, Rangpur. - Slide
  • Wins School & College, Rangpur. - Slide
  • Wins School & College, Rangpur. - Slide
  • Wins School & College, Rangpur. - Slide

রোভার স্কাউটস


উইন্স কলেজ রোভার স্কাউট গ্রুপ রংপুর জেলার অন্যতম বৃহত্তম রোভার স্কাউট গ্রুপ। এই গ্রুপে বর্তমানে ১টি ইউনিট রয়েছে। গ্রুপের সদস্যরা বিভিন্ন সেবাসমূহ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।

কার্যক্রমসমূহঃ

১) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

২) বৃক্ষরোপণ অভিযান।

৩) স্বাস্থ্য সচেতনতা অভিযান।

৪) প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ।

৫) রক্তদান কর্মসূচী।

৬) জাতীয় দিবসে অংশগ্রহণ।

৭) কলেজের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ।

৮) জাতীয় দিবসে অংশগ্রহণ।

৯) দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে।

১০) বার্ষিক তাঁবু বাঁশ।

১১) রোভার মুট অংশগ্রহণ।

১২) বিভিন্ন রোভার প্রশিক্ষণে অংশগ্রহণ।

গ্রুপ সভাপতিঃ

জনাব মোঃ মানিক হোসেন, অধ্যক্ষ

রোভার স্কাউট স্তরঃ (রোভার স্কাউট মটো সেবা)

১) রোভার সহচর।

২) সদস্য স্তর।

৩) প্রশিক্ষণ স্তর।

৪) সেবা স্তর।

৫) সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড।

রোভার স্কাউট পদোন্নতি র‌্যাংকঃ

১) রোভার সহচর।

২) রোভার স্কাউট।

৩) সহকারী রোভার মেট।

৪) রোভার মেট।

৫) সিনিয়র রোভার মেট।

রোভার স্কাউট পরিচালনায়ঃ

মাহফুজার রহমান

উপাধ্যক্ষ, মোবাইল : ০১৭১৭০১৫৭৭৭

Rover Scouts