• Wins School & College, Rangpur. - Slide
  • Wins School & College, Rangpur. - Slide
  • Wins School & College, Rangpur. - Slide
  • Wins School & College, Rangpur. - Slide
  • Wins School & College, Rangpur. - Slide

শিক্ষার্থীদের সুবিধাসমূহ


১. সুষ্ঠ, সুশৃঙ্খল, কোলাহল মুক্ত  পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

২. বিভিন্ন ক্লাব/ প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করা।

৩. ক্লাস টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা, মডেল টেস্ট গ্রহণ করে পুরস্কার প্রদানের মাধ্যমে চূড়ান্ত পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের জন্য উপযোগী করে গড়ে তোলা।

৪.  বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক বিষয়ের জন্য রয়েছে উন্নত ও আধুনিক বিজ্ঞান গবেষণাগার।

৫.  সমৃদ্ধ লাইব্রেরী এবং আধুনিক কম্পিউটার ল্যাব।

৬.  ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক কমনরুম ও খেলাধুলার স্থান।

৭.  স্বাস্থ্যসম্মত খাবারের জন্য ক্যান্টিনের সু-ব্যবস্থা।

৮.  শিক্ষকগণের তত্ত্বাবধানে সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রীদের আবাসিক ব্যবস্থা করা হবে।

৯.  মসজিদসহ মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে।

১০. প্রতিমাসে ছাত্র/ছাত্রীদের লেখা পড়া অগ্রগতি জানানোর জন্য অভিভাবক সমাবেশ করা হয়।

১১. রোভার  স্কাউট  দলের  মাধ্যমে  জাতীয়  প্রতিযোগীতা   সেবামূলক  কাজে  নিয়মিত অংশগ্রহনের  মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তোলা হয়।

১২. প্রতি বছর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের ব্যবস্থা আছে।